অনগ্রসর জনগোষ্ঠী দ্বারা বেশিরভাগ অপরাধ সংঘটিত হয় বলে মন্তব্য করেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। অপরাধ প্রবণতা বন্ধ করার জন্য অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের সঙ্গে কর্মসংস্থানের পরিধি বৃদ্ধি করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।
গতকাল বুধবার টাইগারপাস নগর ভবনের অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা ও সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। মেয়র বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও কর্মসংস্থানের পরিধি বৃদ্ধি করতে পারলে সমাজে শিশু নির্যাতনসহ অনেক অমানবিক অপরাধ প্রবণতা বন্ধ করা সম্ভব হবে। সে ক্ষেত্রে পশ্চাদৎপদ এলাকাগুলোতে নির্যাতন থেকে কিভাবে শিশুদের সুরক্ষা করা যায় সে ধরনের সচেতনতামূলক শিক্ষা প্রদান অপরিহার্য। সেচ্ছাসেবী উন্নয়নমূলক সংগঠন মমতা দীর্ঘদিন ধরে সে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি বলেন, ইউএনডিপিসহ অন্যান্য সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে নগরে প্রান্তিক জনগোষ্ঠীর জীনবমান উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সিটি কর্পোরেশন।
মমতার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফারুকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চসিকের প্রধান নির্বাহী মোহাম্মদ শহীদুল আলম, প্যানেল মেয়র আফরোজা কালাম, ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, মো. আবদুল মান্নান, সংরক্ষিত কাউন্সিলর তসলিমা বেগম (নুরজাহান), হুরে আরা বেগম, জাহেদা বেগম পপি ও চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার। বক্তব্য রাখেন স্বপ্না তালুকদার, মো. মঈনুদ্দিন, মো. মনির উদ্দিন, শাহেদা বেগম লিপি, খোরশেদ, রোকেয়া, মো. মোজাম্মেল হক, সুব্রত বড়ুয়া, ইকবাল আল মাহমুদ, মনসুর মাসুদ ও মুজতাহিদ কাউছার।