অপরাজেয় মুজিব

হেলাল চৌধুরী | শনিবার , ২০ আগস্ট, ২০২২ at ৭:২৬ পূর্বাহ্ণ

ওরা বুঝতে পেরেছিলো…
শেখ মুজিবকে দাবায়া রাখা যাবে না।
ওরা শুনতে পেয়েছিলো…
আহত সিংহের গর্জন।
তাঁর তর্জনীর প্রতিটি উঠানামা
ওদের হৃৎপিণ্ডে কাঁপন ধরিয়ে দিয়েছিলো।
ওদের সারা শরীর ছেয়ে গিয়েছিলো–
ভয়ের এক নিদারুণ বিভীষিকায়।

“আর যদি একটা গুলি চলে…!”
এই একটি বাক্যের ভার তারা বইতে পারেনি।
অস্ত্র হাতে নিরস্ত্র বাঙালির ওপর
ঝাঁপিয়ে পড়েছিলো…
একাত্তরের পঁচিশে মার্চের কালো রাত্রে।
নজিরবিহীন পৈশাচিক বর্বরতায়।
বঙ্গবন্ধুকে বন্দী করে ওরা ভেবেছিলো
বাঙালির মেরুদণ্ড ভেঙে গেছে।
ওরা বুঝতে পারেনি…
মুক্ত মুজিবের চেয়ে বন্দী মুজিব
অনেক বেশি শক্তিশালী।
ওরা বুঝতে পারেনি…
একাত্তরের উত্তাল দিনগুলোতে
এই বাংলার প্রতিটি মুক্তিকামী মানুষই ছিলো–
এক একজন ‘শেখ মুজিব’।

যতোদিন এই বাংলায় রবে
কর্তফুলী, পদ্মা, মেঘনা, যমুনা বহমান–
প্রতিটি বাঙালির হৃদয় জুড়ে
ততোদিন বেঁচে থাকবেন…
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধজীবন পরিক্রমা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ও বাংলাদেশ একসূত্রে গাঁথা