কুমিল্লায় শুরু হয়েছে ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টের জোন–৪ এর খেলা। গতকাল বুধবার দুপুরে কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উদ্বোধনী দিনের ১ম ম্যাচে চট্টগ্রাম জেলা এবং সিলেট জেলা দলের খেলা গোলশূন্য ড্র হয়। ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচ চট্টগ্রাম জেলা নারী দলের খেলোয়াড় জান্নাতুলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম দিপু। দিনের ২য় ম্যাচে কক্সবাজার জেলা ২–১ গোলে স্বাগতিক কুমিল্লা জেলাকে পরাজিত করে। এই টুর্নামেন্টকে মোট ৪ জোনে ভাগ করা হয়েছে। জোন ১ ভেন্যু: রাজশাহী, জোন ২ ভেন্যু: ময়মনসিংহ, জোন ৩–ভেন্যু: যশোর, জোন ৪ ভেন্যু: কুমিল্লা। কুমিল্লা ভেন্যুতে চার নারী দলের অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে চট্টগ্রাম জেলা, সিলেট জেলা, কক্সবাজার জেলা ও স্বাগতিক কুমিল্লা জেলা। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুমিল্লা মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম, বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম দিপু, টুর্নামেন্ট কমিটির সদস্য মো. সরওয়ার আলমগীর চৌধুরী মনি, সিজেকেএস কাউন্সিলর রায়হান উদ্দীন রুবেল, চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার লুৎফুর করিম সোহেল, কোচ রুবেল হাসান সহ সংশ্লিষ্ট কর্মকতারা।












