গ্রামের এক তরুণের দেয়া অপবাদ সইতে না পেরে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ২০ বছর বয়সী এক তরুণী। গতকাল রাত ৯টার দিকে কর্ণফুলী তৃতীয় শাহ আমানত সেতুর উপর থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা চালান। তবে নদীতে ঝাঁপ দিলেও প্রাণে বেঁচে গেছেন ওই তরুণী। ফিশারিঘাট এলাকায় একটি জাহাজের সিঁড়ির সাথে তরুণীর বোরকার একটি অংশ আটকে গেলে জাহাজের লোকজন তাকে উদ্ধার করেন। পরে নৌ-পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়। এ তথ্য নিশ্চিত করে নৌ-পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান আজাদীকে বলেন, উদ্ধারের পর ওই তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণী চন্দনাইশের একটি গ্রামের বাসিন্দা। দরিদ্র পরিবারের ওই বিবাহিতা তরুণী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। নিজেদের গ্রামের এক তরুণ তার নামে অপবাদ রটাতে শুরু করে। এমনকি তরুণীর বাবাকে ফোন দিয়ে খারাপ মন্তব্য করে। নৌ-পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান বলেন, তরুণীটি জানিয়েছে, গ্রামের এক যুবক তার বাবাকে ফোন দিয়ে তার নামে অপবাদ দিয়েছে। এই অপবাদ সইতে না পেরে আত্মহননের চেষ্টা চালায় ওই তরুণী। হাসপাতালে ভর্তির পর সে এখন অনেকটা সুস্থ। কথাও বলছে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল রাত ৯টার দিকে বোরকা পরিহিত ওই তরুণী কর্ণফুলী সেতুর উপর হাঁটতে হাঁটতে সেতুর মাঝ বরাবর চলে যান। ওখানে গিয়ে একটি পিলারে বসে পড়েন। এক ফাঁকে নদীতে ঝাঁপ দেন তিনি। লোকজন দেখে চিৎকার করে নদীতে থাকা নৌকা বোটের মাঝিদের দৃষ্টি আর্কষণের চেষ্টা চালায়। কিন্তু নদীর স্রোতে ওই তরুণী ভেসে যান। পরে ফিশারিঘাটে নোঙর করা একটি জাহাজের সিঁড়ির সাথে তরুণীর বোরকার একটি অংশ আটকে যায়। দেখতে পেয়ে জাহাজের লোকজন তাকে উদ্ধার করেন। পরে নৌ-পুলিশ তরুণীকে নিজেদের হেফাজতে নেয়।
বাকলিয়া থানার এসআই বিদ্যুৎ দে আজাদীকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। ফায়ার সার্ভিসে খবর দেই। কিন্তু পরে ফিশারিঘাটের ওদিক থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে বলে জানতে পেরেছি।
ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জহিরুল ইসলাম আজাদীকে বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছাতে তরুণী ভেসে অনেকদূর চলে যায়। পরে ফিশারিঘাটের একটি জাহাজে আটকে গেলে জাহাজের লোকজন তাকে উদ্ধার করে। নৌ-পুলিশ গিয়ে ওই তরুণীকে তাদের হেফাজতে নিয়েছে। নদীতে লাফ দিলেও ওই তরুণীর ব্যাগে একটি ছবি ও ভ্যাকসিন সনদ পাওয়া গেছে।
নৌ-পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান গত রাত ১২টায় আজাদীকে বলেন, আমরা ওই তরুণীর পরিবারের সাথে কথা বলেছি। তাদেরকে আশ্বস্ত করেছি। অভিযোগ দিলে সার্বিক সহায়তার কথাও বলেছি। নিজেরা আলোচনা করে এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। পরিবার সম্মত হলে ওই যুবকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করা হতে পারে।