নেপিয়ার ঘাস কেটে গবাদিপশুকে খাওয়ালে অপচয় কম হয় এবং পরবর্তী পর্যায়ে ফলন বেড়ে যায়। এ ঘাস লাগানোর তিন মাস পর কাটার উপযোগী হয়। তিন সপ্তাহ পর পর ঘাস কাটা যায়।
প্রথম বছর ফলন কিছুটা কম হয় কিন্তু পরবর্তী দুই থেকে তিন বছর পর্যন্ত ফলন বেড়ে যায়।
বছরে সাধারণত আট থেকে ১০ বার এ ঘাস কাটা যায় এবং গড়ে প্রতি একরে বছরে ৩০ থেকে ৪০ টন কাঁচা ঘাস পাওয়া সম্ভব।
কাঁচা ঘাসের গোড়ার সঙ্গে রেখে কাটা পরবর্তী ফলনের জন্য ভালো। জমি থেকে কেটে এ ঘাস সরাসরি গবাদিপশুকে খাওয়ানো যেতে পারে।
ছবিটি দক্ষিণ চরতি এলাকা থেকে তুলেছেন অনুপম বড়ুয়া।