অপকর্মে জড়িত থাকার প্রমাণ পেলেই শাস্তিমূলক ব্যবস্থা

বাঁশবাড়িয়া ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সভায় বক্তারা

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৭ জানুয়ারি, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সীতাকুণ্ড উপজেলার ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্মআহবায়ক কাজী মোহাম্মদ সালাহ্‌উদ্দিন।

তিনি বলেন, দলের মধ্যে কোন ধরনের ভেদাভেদ রাখা যাবে না। যারা দলের নাম বিক্রি করে চাঁদাবাজি, সন্ত্রাসসহ অপকর্মে জড়িত প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সামনে নির্বাচন, সবাইকে একসাথে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন। ৫নং বিএনপির সাধারণ সম্পাদক আবু সৈয়দ শাহজাদার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্লাহ সালাম, সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বশর ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি মোঃ একরাম উল্লাহ্‌ নয়ন, সহসভাপতি নুরুল ইসলাম মেম্বার, আওরঙ্গজেব মেম্বার, মোজাম্মেল হক সমির, শাহজাহান মিয়া, সালাউদ্দীন, কাজী বদর উদ্দীন, আলাউদ্দিন, শহিদ উল্লাহ্‌ বাবুল, আবদুল্লাহ আল হারুন, জসিম উদ্দিন, দেলোয়ার হোসেনসহ উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ এবং বিভিন্ন নেতাকর্মী।

পূর্ববর্তী নিবন্ধনগরীর বিভিন্ন পয়েন্টে চিটাগাং চেম্বারের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধএকাদশে ভর্তি ১৫জুন থেকে, ক্লাস শুরু ১ জুলাই