অন-লাইন পেমেন্ট সিস্টেম চালুর স্বীকৃতিতে পদ্মা অয়েলের সম্মাননা

| বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ফিলিং স্টেশন ডিলারগণের জন্য পেট্রোলিয়াম পণ্য ক্রয় সহজীকরণের লক্ষ্যে কোম্পানি কর্তৃক উদ্ভাবনী প্রকল্প হিসেবে অন-লাইন পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ গ্রহণের স্বীকৃতি স্বরূপ জ্বালানি সেক্টরে
তৃতীয় স্থান অধিকার লাভ করেছে।
গত ২১ নভেম্বর সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিপিসি চেয়ারম্যান এ বি এম আজাদ এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমানকে ক্রেস্ট এবং প্রশংসাসূচক সনদপত্র প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅনিরুদ্ধ বড়ুয়া অনির ২২তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধএক প্রতিষ্ঠান ও সাত ব্যক্তিকে জরিমানা