অন্য রূপে মিম

| শুক্রবার , ১৯ আগস্ট, ২০২২ at ৮:৪৫ পূর্বাহ্ণ

বিদ্যা সিনহা মিম প্রতিনিয়ত নিজেকে ভাঙছেন। ‘পরাণ’ সিনেমায় মিম যে অভিনয় করেছেন তাতে দর্শকের চোখ জুড়িয়েছে। এই সিনেমার সফলতা উদ্‌যাপনের মুহূর্তে মঙ্গলবার প্রকাশ পেয়েছে মিমের ‘দামাল’ সিনেমার ট্রেলার। গ্ল্যামার ছেড়ে ফেলে এখানে তিনি অন্য এক রূপে হাজির হয়েছেন। পাকিস্তানি সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন। আবার প্রতিবাদে অস্ত্র হাতে তুলে নিয়েছেন। ক্ষত-বিক্ষত করেছেন শত্রুর শরীর। ট্রেলারে তার চরিত্র সম্পর্কে স্পষ্ট ধারণা না পাওয়া গেলেও ছবিতে তাকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখে যাবে। ফুটবল ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘দামাল’ সিনেমায় কাজ করতে পেরে উচ্ছ্বসিত মিম। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এর আগে অনেক ছবি তৈরি হয়েছে।
কিন্তু একইসঙ্গে ছবিতে মুক্তিযুদ্ধ ও ফুটবল তুলে ধরা হয়নি। ‘দামাল’ ছবির গল্পে যে ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হয়েছে, তা নিয়ে আগে কাজ হয়েছে বলে আমার জানা নেই। এমন একটি গল্পে কাজের সুযোগ পাওয়াটা আমার অভিনয় জীবনে নতুন কিছু যোগ করবে। এছাড়া ট্রেলারে ২৫ মার্চের কালো রাত, মুক্তিযুদ্ধ এবং ফুটবল খেলার দৃশ্য তুলে ধরা হয়েছে। সেইসঙ্গে উঠে এসেছে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের বর্বরতা। মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি গল্পে তৈরি হয়েছে এই ছবিটি। ফরিদুর রেজা সাগরের কাহিনীতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির পরিচালক রায়হান রাফী। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দোলা। ২৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে। ছবির অন্যান্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন শরিফুল রাজ, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনায়ক শান্ত খানের ১৫ কোটি টাকার সন্দেহজনক সম্পদ, তদন্তে দুদক
পরবর্তী নিবন্ধবীরাঙ্গনা চরিত্রে নূপুর