জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ওয়ানডে খেলতে নামবেন মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহর ওয়ানডে অভিষেক হয় ২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে। এর পর নিজের শততম ওয়ানডে খেলেছেন ভারতের বিপক্ষে মিরপুরে। এবার জিম্বাবুয়ের বিপক্ষে দুইশতম ওয়ানডে খেলার সুযোগ তার সামনে। বাংলাদেশের হয়ে ২০০ ওয়ানডে খেলার কৃতিত্ব আছে কেবল চারজনের। ২২৭ ম্যাচ নিয়ে বাংলাদেশের হয়ে শীর্ষে আছেন মুশফিকুর রহিম। এছাড়া মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালের ম্যাচ সংখ্যা ২১৮টি। চতুর্থ অবস্থানে থাকা সাকিব আল হাসান খেলেছেন ২১৪টি ম্যাচ। মাহমুদউল্লাহ খেলেছেন ১৯৯ ওয়ানডে ম্যাচ। মাহমুদউল্লাহ ১৯৯ ওয়ানডেতে ৩৪.৯১ গড়ে ৪ হাজার ৪৬৯ রান করেছেন। নামের পাশে আছে তিন সেঞ্চুরি, ২৫টি হাফ সেঞ্চুরি। এছাড়া বল হাতে নিয়েছেন ৭৬ উইকেট।