প্রথমবারের মতো কোনো ওয়েব সিরিজে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। আর এবার প্রকাশ্যে এলো তার ট্রেলার। সিরিজটির নাম ‘অদৃশ্য’। তারই এক ঝলক দেখা গেল ওয়েব সিরিজটির ট্রেলারে। এখানে অন্য এক মাহফুজ আহমেদকে আবিষ্কার করা গেছে। মুখভর্তি দাড়ি, চোখে মুখে ভালোবাসা ও রহস্য, কোনো এক জায়গায় বন্দি হয়ে পড়া তার বিষণ্নতা, আকুতি ও ক্ষোভ–এ সবকিছুরই দেখা মিলেছে এক ঝলকে। এটি নির্মাণ করেছেন শাফায়েত মনসুর রানা। মাহফুজের বিপরীতে রয়েছেন অপি করিম। সমপ্রতি ভারতীয় ওটিটি প্ল্যাটফরম হইচইতে প্রকাশ হয়েছে ‘অদৃশ্য’র ট্রেলার। হইচই মনে করছে, সিরিজটি দর্শকদের এমন এক রহস্যময় অভিজ্ঞতার মধ্যদিয়ে নিয়ে যাবে–যা দর্শকদের শেষ পর্ব পর্যন্ত দেখতে বাধ্য করবে। সিরিজটি দর্শকদের সাসপেন্স, ড্রামা ও ষড়যন্ত্রের মাধ্যমে এমন এক রোমাঞ্চকর জার্নির মধ্যদিয়ে নিয়ে যাবে, যা দর্শকদের পৌঁছে দেবে একটি অনন্য অভিজ্ঞতায়।এমনটাই দাবি সংশ্লিষ্টদের। এতে মাহফুজ আহমেদ অভিনয় করেছেন আনিস আহমেদ চরিত্রে। তিনি বলেন, এর গল্প আমার খুব মনে ধরেছে। আমার চরিত্রটিও। ওটিটিতে এটি আমার প্রথম কাজ, তাই দর্শকদের কেমন লাগলো তা জানার জন্য অপেক্ষায় আছি। সিরিজে অভিনেত্রী অপি করিম অভিনয় করছেন আনিস আহমেদের স্ত্রী রিজওয়ানা আহমেদের চরিত্রে। ‘অদৃশ্য’–প্রযোজনা করেছে আলফা–আই। ৫ অক্টোবর থেকে ‘অদৃশ্য’ দেখা যাবে হইচই’র পর্দায়।