অন্যের হয়ে নিয়োগ পরীক্ষা, চবি শিক্ষার্থীসহ দুজন ধরা

মুচলেকা ও জরিমানায় ছাড়

আজাদী প্রতিবেদক | শনিবার , ১২ মার্চ, ২০২২ at ৫:৩৩ পূর্বাহ্ণ

জেলা প্রশাসনের রাজস্ব শাখার অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। প্রবেশপত্রের ছবি ফটোশপ করে প্রক্সি দিতে বসা জালাল উদ্দিন নামের (২৪) ওই যুবক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এনথ্রোপলজি বিভাগের ছাত্র। এ ঘটনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা আব্দুল কাদের রিমন (২৫) নামের অপর এক যুবককেও আটক করা হয়। তিনি চট্টগ্রাম কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। মূলত জালাল উদ্দিনের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর কোতোয়ালী এলাকা থেকে তাকে আটক করা হয়। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে উক্ত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে আইনি প্রক্রিয়ায় না গিয়ে আটক দুজনের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। তিনজন সাক্ষীর উপস্থিতিতে মুচলেকা নিয়ে অভিভাবকদের হাতে তাদের ছাড়া হয়। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি উল্লেখ করে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান আজাদীকে বলেন, এ ঘটনায় দু’জনের অভিভাবককে আমরা ডেকেছি। তারা আমাদের কথা দিয়েছেন এমন ঘটনা আর ঘটবে না। একপর্যায়ে আমরা ৫০ হাজার টাকা জরিমানা এবং মুচলেকা নিয়ে দু’জনকে ছেড়ে দেই।
জেলা প্রশাসন সূত্র জানায়, পরীক্ষা চলাকালীন জালাল উদ্দিনকে সন্দেহ হয় কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের। একপর্যায়ে হাজিরাশিটের ছবির সাথে পরীক্ষার্থীর চেহারা মিলানোর চেষ্টা করলে গড়মিল পাওয়া যায়। হাজিরাশিটের তথ্য এবং প্রবেশপত্রের ছবি ও অন্যান্য তথ্য অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট দেখতে পান, মো. হায়দার রশিদ নামের এক পরীক্ষার্থীর পরিবর্তে জালাল উদ্দিন পরীক্ষায় বসেন এবং প্রবেশপত্রে ফটোশপ করে মো. হায়দার রশিদের মুখমন্ডলের সাথে মিলানোর চেষ্টা করা হয়। জেলা প্রশাসন সূত্র আরো জানায়, অন্যের হয়ে প্রঙি দেওয়ার এ ঘটনায় পরস্পরের মধ্যে ৫ হাজার টাকার লেনদেন হয়েছে। তারা একটি সিন্ডিকেট হয়ে কাজ করেন। ইতিমধ্যে জাহাঙ্গীরসহ আরো বেশ কয়েকজনের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাদের বিষয়ে অনুসন্ধান চলছে।
মূল পরীক্ষার্থী অর্থাৎ মো. হায়দার রশিদ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান আজাদীকে বলেন, মো. হায়দার রশিদ বাঁশখালী উপজেলার বাসিন্দা। ইতিমধ্যে তাকে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধদৃষ্টি এবার নগর যুবলীগ ও ছাত্রলীগের কমিটিতে
পরবর্তী নিবন্ধসরকারি ওষুধ চুরি ঠেকাতে হার্ডলাইনে প্রশাসন