আনজুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে কারবালা মাহফিল ৩১ জুলাই আন্দরকিল্লা টিএন্ডটি রোডস্থ কাজেমি কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী।
তিনি বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করা কারবালার শিক্ষা। তাই অন্যায় অরাজকতার বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশপ্রেমের চেতনা জাগ্রত করা, মানুষের ক্ষতি না করা এবং সর্বাবস্থায় মানুষের কল্যাণে উৎসর্গীত থাকাই শাহাদাতে কারবালার দর্শন। মাহফিলে মুখ্য আলোচক ছিলেন অধ্যক্ষ হাছান রেজা আলকাদেরী। আলোচনা করেন উপাধ্যক্ষ ড. মুহাম্মদ খলিলুর রহমান, ইয়াছিন আনসারী আল মাদানি, মাওলানা কাজী শফিউল আজম, জয়নুল আবেদিন, মাওলানা শরিফুদ্দিন, মুহাম্মদ জাসেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।