অন্যরকম ‘সেঞ্চুরি’র সামনে মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৪৭ পূর্বাহ্ণ

সাফল্যের এক নতুন মাইলফলক স্পর্শের সামনে দাঁড়িয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলার হাতছানি রিয়াদের সামনে। আজ রোববার রিয়াদ হবেন টি-টোয়েন্টি ফরম্যাটে শততম ম্যাচ খেলা বিশ্বের অষ্টম ক্রিকেটার।
প্রায় ১৪ বছর আগে এই সেপ্টেম্বরেই (১ সেপ্টেম্বর ২০০৭) কেনিয়ার রাজধানী নাইরোবিতে টি-টোয়েন্টি অভিষেক রিয়াদের। এখন সবমিলিয়ে ৯৯ টি-টোয়েন্টিতে ৯১ বার ব্যাটিংয়ে নেমে করেছেন ১৭০২ রান, সর্বোচ্চ ৬৪, গড় ২৩.৯৭ ও স্ট্রাইকরেট ১২০.১৯, ফিফটি ৫টি। বোলিংটাও মন্দ না। উইকেট ৩২টি, সেরা বোলিং ৩/১৮, ওভার পিছু রান ৭.২৫। গত শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২ বলে ৩৭ রানের হার না মানা ইনিংস খেলে দলকে ১৪০ এর ঘরে পৌঁছে দিতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান এবং এই ইনিংসটি তাকে এনে দিয়েছে ম্যাচ সেরার পুরষ্কার।
ঠিক এভাবেই নীরবে নিভৃতে দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি দলকে সামনে থেকেও নেতৃত্ব দিচ্ছেন। শুক্রবারের ম্যাচ শেষে ব্যক্তিগত মাইলফলকের ব্যাপারে মাহমুদউল্লাহর নির্লিপ্ত অভিব্যক্তি, আলাদা কোনো পরিকল্পনা নেই। সবসময় যেটা করার চেষ্টা করি, দলের জন্য খেলা, দলের জন্য ভালো খেলা, নিজের ১০০তম ম্যাচেও সেটাই করার চেষ্টা করবো।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম দুই মাসে সাড়ে পাঁচ কোটি টাকা থোক সহায়তা পেল চসিক
পরবর্তী নিবন্ধআজই সিরিজ জিততে চায় বাংলাদেশ