গীতাযজ্ঞ, শীতবস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ষোড়শপ্রহর মহানাম সংকীর্তন, প্রতিদিন প্রসাদ বিতরণ সহ নানাবিধ আয়োজনে অন্নদাঠাকুরের ১৩২তম আবির্ভাব উৎসব উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ রাউজান পরিচালনা পরিষদ। আগামী ১৫, ১৬, ১৭ ডিসেম্বর ৩ দিনব্যাপি অনুষ্ঠিতব্য উৎসবে আশির্বাদক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক কাম ট্রাস্টি বিশ্বপরিব্রাজক ব্রহ্মচারী মুরাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। গীতাযজ্ঞ অনুষ্ঠানে পৌরহিত্য করবেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনান্দগীরী মহারাজ। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে অতিথির আসন অলংকৃত করবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রাণা দাশগুপ্ত, চাক্তাই লোকনাথ ধামের সভাপতি অজয়কৃষ্ণ দাশ মজুমদার সহ অতিথি ও মহাত্মা-মহারাজবৃন্দ। আবির্ভাব উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে গত বৃহস্পতিবার অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ রাউজান পরিচালনা পরিষদের সভাপতি দিলীপ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, প্রবর্তক সংঘ (বাংলাদেশ) চট্টগ্রামের সভাপতি ইন্দু নন্দন দত্ত, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের মহাসচিব অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ, সহ-মহাসচিব বিশ্বজিৎ পালিত, পরিচালনা পরিষদের সদস্য বরুণ মজুমদার, কাঞ্চন তালুকদার, বিশ্বজিৎ চৌধুরী, অনুপ কুমার বিশ্বাস, অনিল কান্তি বিশ্বাস, মাস্টার সুপক কুমার বিশ্বাস, আশুতোষ চক্রবর্তী, বিজয় কুমার বিশ্বাস, শিবু খাস্তগীর, বিশ্বজিৎ ভট্টাচার্য্য, প্রিয়তোষ বিশ্বাস, বিশ্বজিৎ বিশ্বাস, মতিমান বিশ্বাস, মানিক সেন, মান্না বিশ্বাস, বিষ্ণু মুহুরী, ডা. রণতোষ বিশ্বাস, কাজল কান্তি কর, রাজন সেন, সুরঞ্জিত চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।