অন্ধকারে আলোর বিচ্ছুরণ রিয়েলমি ৮ প্রোতে

| শুক্রবার , ২১ মে, ২০২১ at ৬:৫১ পূর্বাহ্ণ

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি একের পর এক চমক দিয়েই যাচ্ছে। স্মার্টফোন ইন্ডাস্ট্রির সর্বোচ্চ মেগাপিঙেলের ক্যামেরা স্মার্টফোন রিয়েলমি ৮ প্রোতে রয়েছে ১০৮ মেগাপিঙেল আলট্রা কোয়াড ক্যামেরা। দেশে অফিসিয়াল লঞ্চের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই রিয়েলমি ৮ প্রো নিয়ে আসছে দুর্দান্ত আরেকটি ডিজাইন ভ্যারিয়েন্ট ইলুমিনেটিং ইয়েলো। খবর বাংলানিউজের।
ইলুমিনেটিং ইয়েলো প্যান্টোনের নির্বাচিত এ ‘কালার অব দ্যা ইয়ার ২০২১’-এর ছোঁয়াতে এ ডিজাইন অন্ধকারেও ফুটিয়ে তুলবে এর আভা। পাশাপাশি বাজারে অফিসিয়ালি আসতে যাচ্ছে এ প্রথমবারের মতো নির্দিষ্ট প্রাইজরেঞ্জে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোডসহ রিয়েলমি বাডস এয়ার ২ ও রিয়েলমি বাডস এয়ার ২ নিও।
ইলুমিনেটিং ইয়েলো মডেলটির ব্যাকশেলে ফ্লুরোসেন্ট টেকনোলজি অত্যাধুনিক প্রক্রিয়ায় সমন্বয় করা হয়েছে। এ কারণেই রিয়েলমি ৮ প্রোর নতুন ডিজাইন ভ্যারিয়েন্টটি আলোতে কিছুক্ষণ রাখা হলে সেটি অন্ধকারে আলোর আভা বিচ্ছুরণ করতে সক্ষম। দারুণ সুন্দর এ স্মার্টফোনটির ব্যাকশেলে রয়েছে উজ্জ্বল হলুদ ক্যামেরা মডিউল ও পেছনে একই রঙের নকশায় লেখা ‘উধৎব ঞড় খবধঢ়’, যা ব্র্যান্ডটির স্লোগানকে ফুটিয়ে তুলেছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে ৯৯.১০ কোটি টাকার লেনদেন
পরবর্তী নিবন্ধএক ক্লিকে মুছে যাবে সার্চ হিস্টোরি