অন্ধকারের ফুল

নাহিদ সুলতানা | বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:২৬ পূর্বাহ্ণ

আমি এক নদী

যার তীরে বসে সময় লেখে অদৃশ্য দিনলিপি

আমার ঢেউয়ে ঘুমিয়ে থাকে একাকীত্বের নৌকা

স্বপ্নগুলো ডুবে যায় অর্ধেক চাঁদের আলোয়।

মেঘেরা আসে

তাদের বুকে জমে থাকে নিঃশব্দ প্রেমের রং

বৃষ্টি নামে, যেন ভাঙা আয়নায় ফেলে দেয় আকাশের চোখ।

আমি দেখি

যেমন সূর্য দেখেছিল নিজ আলোর ক্ষয়।

জীবন এখানে এক দুলে ওঠা মোমবাতি

যার আলোয় ছায়া গায় নীরবতার গান।

প্রেমএক পাথর, তবু তাতে ফুল ফোটে,

মৃত সময়ের গায়ে লেগে থাকে তার সুগন্ধ।

পূর্ববর্তী নিবন্ধনারায়ণ গঙ্গোপাধ্যায় : রসিকতার জগতে এক অনন্য স্রষ্টা
পরবর্তী নিবন্ধজীবনের কারুকাজ