অন্তর্বর্তী সরকার চাইলে সব ধরনের সহযোগিতা : জিএম কাদের

| শনিবার , ২৪ আগস্ট, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকার চাইলে জাতীয় পার্টি সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। গতকাল শুক্রবার বিকালে দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বন্যার্তদের জন্য ত্রাণ তহবিল গঠন বিষয়ে সভায় তিনি এ কথা বলেন। জাতীয় পার্টি ফেনী, কুমিল্লা, সিলেট অঞ্চল ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের উত্তর পূর্ব ও পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আছে জানিয়ে জি এম কাদের বলেন, বন্যা দুর্গতরা আমাদের ভাই। এমন মানবিক বিপর্যয়ে ভাইদের পাশে আমরা সব সময় থাকব। একইসাথে বন্যা পরবর্তী পুনর্বাসন কাজেও জাতীয় পার্টি দুর্গত মানুষের পাশে থাকবে। বন্যার্তদের সহায়তা করতে দেশবাসীর প্রতিও আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির নেতা। তিনি বলেন, বন্যার শুরু থেকেই জাতীয় পার্টি নেতাকর্মীরা স্থানীয়ভাবে বন্যা দুর্গতদের পাশে আছে। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, কোনো সতর্কীকরণ ছাড়া ভারত বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এই ভয়াবহ বন্যা। আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের কোন রাষ্ট্র যদি নদীর গেইট খুলে দেয় তাহলে অবশ্যই ভাটির দেশগুলোকে আগাম জানিয়ে দেওয়ার বিধান রয়েছে। অথচ গেইট খুলে দেওয়ার আগে ভারত সরকার বাংলাদেশকে কোনো রকম সতর্ক করেনি। ভারতের এমন কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছি। খবর বিডিনিউজের।

জাতীয় পার্টির কোচেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এসএম আব্দুল মান্নান, মীর আব্দুস সবুর আসুদ, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদার বখত, মোস্তফা আল মাহমুদ, শেরীফা কাদের এবং চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য মনিরুল ইসলাম মিলন ও নুরুল আজহার শামীম এ সময় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচিরতরে দখল-চাঁদাবাজি নির্মূলই কাম্য
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় হাতিয়ার খাল ভাঙনে অর্ধশত পরিবার ক্ষতিগ্রস্ত, বিধ্বস্ত সড়ক