অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার করা হবে : রিজওয়ানা

‘হাদির খুনিদের পাওয়া গেলে ফিরিয়ে দেবে, বলেছে ভারত’

| রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ৫:৩৩ পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়েই শহীদ শরিফ ওসমান হাদির বিচার করে যাবেন বলে জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। গতকাল শনিবার রাতে শাহবাগে এসে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের সামনে তিনি এ প্রতিশ্রুতি দেন। তিনি জানিয়েছেন, শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের ভারতে পাওয়া গেলে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। খবর বাংলানিউজের।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সব রকমের পরীক্ষানিরীক্ষা শেষ করে এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে ২০২৬ সালের ৭ জানুয়ারির মধ্যে জমা দেওয়া হবে। এই চার্জশিট দেওয়ার পর অন্তর্বর্তী সরকার থাকার সময়ে যেন দ্রুত বিচার করে যাওয়া যায়, তার নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা থাকতে থাকতেই এই হত্যাকাণ্ডের বিচার হবে।

তিনি বলেন, আপনারা আছিয়ার ঘটনা জানেন। সেই ঘটনায় ছয় কার্যদিবসের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করা গিয়েছিল। কাজেই সব পরীক্ষানিরীক্ষা শেষ করে চার্জশিট যেন আমরা নির্ভুলভাবে দিতে পারি। কোথাও যেন কোনো ভুল না থাকে। সেটা সম্পন্ন হয়ে যাওয়ার পর ৭ জানুয়ারির পর এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার আমরা করে যাব।

তিনি বলেন, অনেকসময় অপরাধী পালিয়েও থাকে, তাহলেও তার অনুপস্থিতিতে বিচার হয়। শেখ হাসিনার ক্ষেত্রে এমন হয়েছে। যারা হাদিকে খুন করেছে, তাদের যদি বাংলাদেশের থেকে পালিয়েও গিয়ে থাকে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এবং ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে, তাকে যদি ভারতে খুঁজে পাওয়া যায়, অবশ্যই তারা বাংলাদেশকে সহায়তা করবেন। এ বিষয়ে আমি আর কথা বলছি না। কারণ তদন্তের কারণেই আমি আর কথা বলতে পারছি না।

রিজওয়ানা বলেন, আগামী রোববার (আজ) সকাল সোয়া ১১টায় ডিবি পুলিশ একটি সংবাদ সম্মেলনে আয়োজন করেছে, সেখানে আরও বিস্তারিত বলবে। আমরা কোনো ভুলভ্রান্তি রাখতে চাই না। যে সংবাদ সম্মেলনে করবে, সেখানে আরও বিস্তারিত জানতে পারবেন। শহীদ হাদির পরিবারের সাথেও আমরা যোগাযোগ রাখছি। অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে হাদি হত্যার বিচার করে যাব।

এ সময় তার সাথে ডিএমপি কমিশনার এস এম সাজ্জাত আলী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধযাত্রী ওঠার আগ মুহূর্তে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, ঘুমন্ত কর্মচারীর মৃত্যু