অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া : তারেক

| রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১১ পূর্বাহ্ণ

বর্তমানে দেশের মানুষকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। আমরা প্রত্যাশা করি সেই কাজটা এই অন্তর্বর্তীকালীন সরকার মনোযোগ সহকারে এবং যত দ্রুত সম্ভব করবে।

গতকাল শনিবার দুপুর ১টার দিকে যশোর জেলা বিএনপির কমিটি নির্বাচন সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, যারা আজ সংস্কারের কথা বলছেন তাদের সঙ্গে বিএনপির পার্থক্য রয়েছে। স্বৈরাচার যখন অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিল, মানুষের ভোটের অধিকার হরণ করে রেখেছিল, তখন তার সেই রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩১ দফা উপস্থাপন করেছে। তিনি বলেন, স্বৈরাচারের চোখে চোখ রেখে বিএনপি বলেছে তোমরা দেশকে ধ্বংস করেছ, আমরা দেশকে পুনর্গঠন করব। খবর বিডিনিউজের।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজ আমরা অনেকের কাছে বড় বড় সুন্দর কথা শুনতে পাচ্ছি। অনেকের অনেক সুন্দর সুন্দর কথা আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে। কিন্তু সেই সময় এই সব ব্যক্তির কাছ থেকে আমরা সংস্কারের কোনো কথা শুনতে পারিনি। তিনি বলেন, আজকে আমরা বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা শুনতে পাই যে, অমুকের অমুকের ক্ষমতার পরিবর্তন করতে হবে। হ্যাঁ সেটি হয়ত প্রয়োজন। আমরা শুনতে পাই আমাদেরকে রাজনীতির বিভিন্ন গুণগত পরিবর্তন করতে হবে। অবশ্যই গুণগত পরিবর্তন আমাদেরকে করতে হবে। রাজনীতির যে গুণগত পরিবর্তন আনার দরকার সেটির উদ্যোগ বিএনপি গ্রহণ করেছে।

তারেক বলেন, একটি পরিবারের সব সদস্য যেমন এক রকম হয় না, হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোনো কোনো নেতাকর্মী হয়ত বিভ্রান্ত হয়ে এমন কোনো কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। সেই জন্য আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে সেই সব নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি।

এ সম্মেলন উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য আমান উল্লাহ আমান। অনুষ্ঠানে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপির যে নেতাকর্মীরা প্রাণ দিয়েছেন তাদের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধদুই আত্মীয় মিলে দেশের অর্ধেক সম্পদ লুটে নিয়েছে
পরবর্তী নিবন্ধকোনো ভিশন মিশনের ভিত্তিতে নয়, জনগণের মতামতেই সংস্কার