Home আজকের পত্রিকা দ্বিতীয় পাতা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি

0
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি

বিএসপি চেয়ারম্যান শাহসুফি শাহ্‌জাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন, বর্তমান সরকার ছাত্রজনতার গণঅভ্যুত্থানের সরকার, ফলে স্বৈরাচারের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। সাধারণ মানুষের জীবনযাপনে খুবই কষ্ট হচ্ছে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে এনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সমর্থন হারাবে। গত ২৬ অক্টোবর বিএসপির চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার ও ফেনী জেলা এবং জেলাসমূহের আওতাধীন থানা/উপজেলাসমূহের যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন, বিএসপির সিনিয়র কোচেয়ারম্যান অ্যাড. কাজী মহসীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কাজী মো. শহীদ উল্লাহ, মো. ইব্রাহিম মিয়া, ডা. নুরুল আনোয়ার হিরন, আহমদ উল্লাহ আব্দুল কুদ্দুস, মো. মহিউদ্দীন, সামশুল আলম সানজুরি। বিএসপি জেলা সাধারণ সম্পাদক মো. জসিমউদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, ফেনী জেলা সভাপতি আবু তাহের, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তবারক হোসেন সোহেল, খাগড়াছড়ি জেলা সভাপতি মো. আলাউদ্দিন, কক্সবাজার জেলা সমন্বয়ক হাফেজ মাওলানা কেরামত আলী, মীরসরাই উপজেলা সভাপতি মো. নুরুল করিম আবসার, শাহজাদা মো. মিজানুর রহমান সানজুরি, হাটহাজারী উপজেলা সভাপতি ফয়জুল করিম আরমান, বায়েজিদ থানার সভাপতি ডা. মো. রাসেল প্রমুখ। যৌথ প্রতিনিধি সভায় ছয়টি জেলার ৩১ উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।