অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত করে, তাহলে ‘দেশ বিপদে পড়বে’ বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার ইফতার ও আলোচনা সভায় উপরোক্ত মন্তব্য করেন। ‘সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ শীর্ষক আলোচনায় জোনায়েদ সাকি আরো বলেন, বাংলাদেশের জাতীয় গণতান্ত্রিক উত্তোরণ পর্বের জন্য আমাদের একটা জাতীয় ঐকমত্যে আসা দরকার। বর্তমান অন্তর্বর্তী সরকারকে এই রাজনৈতিক উত্তোরণ সকলকে একসাথে নিয়ে করতে হবে।
তিনি বলেন, সরকার এমনভাবে পরিচালনা করতে হবে যাতে রাজনৈতিক কোনো পক্ষের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব তৈরি না হয়। যদি আপনারা পক্ষপাতিত্ব করেন তাহলে এই দেশ বিপদের মধ্যে পড়বে।
গণসংহতি আন্দোলন, চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী হাসান মারুফ রুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদকে ‘সংবিধান সংস্কার পরিষদ’ ঘোষণার প্রস্তাব দিয়ে জোনায়েদ সাকি বলেন, এর অর্থ হচ্ছে আগামী সংসদ একদিকে যেমন সরকার গঠন করবে, তেমনি সংবিধানকে এরকম তাৎপর্য্যপূর্ণভাবে সংস্কার করার জনগণের ম্যান্ডেট অর্জন করবে। যেটা ভবিষ্যতে আমাদের আদালত রক্ষা করবে। এই পয়েন্টে এসে জাতীয় ঐক্য তৈরি হওয়া সম্ভব।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় কমিটির নেতা সেলিম নূর, চট্টগ্রাম জেলা আইন সমিতি সাবেক সভাপতি এ্যাড. কফিল উদ্দিন, শ্রমিক নেতা মো. ওয়াজীউল্লাহ্, মো. হারুন, মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান, জোবাইরুল আলম মানিক, আরিফ মহিউদ্দিন, রিদুয়ান সিদ্দিকী, আজাদ হোসেন, কলি কায়েস প্রমুখ।