দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন তিনি। এবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনটি ছবি প্রকাশ করে অন্তর্জালে ঝড় তুললেন এই অভিনেত্রী।
ছবিতে দেখা যাচ্ছে, জয়ার গৌর মুখাবয়বে আলো-ছায়ার এক দারুণ মিশ্রণ। তাতেই ‘নেশা’ লেগেছে নেটাগরিকদের মনে। তার ভুবনভোলানো চাহনি থেকে যেন ঠিকরে পড়ছে দুপুরের রোদ। চোখ থেকে গলে পড়ছে জ্বলজ্বলে আবেদন। পরনের সাদা ও সবুজ রঙ মিশ্রিত পোশাকটি তাতে বাড়তি মাত্রা যোগ করেছে। ক্যাপশনে লিখেছেন, ‘ফিল ইন কজি।’ যার বাংলা অর্থ-আরামদায়ক লাগছে। জয়ার রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে। অনেকের ধারণা-দিন বাড়ার সঙ্গে সঙ্গে জয়ার রূপও বেড়ে চলেছে।
কেউ কেউ মনে করেন-জয়ার বয়স একটি ঘরেই আটকে আছে, এজন্যই তিনি চিরসবুজ। নতুন এই ছবিগুলোতে চিরতরুণী আবেদনময়ী এক জয়াকে আবিষ্কার করেছেন তার ভক্ত-অনুরাগীরা।
সোনালি ছায়ার আভায় জ্বলজ্বল করছেন তিনি। আর সেটি মাথায় রেখেই তার সেই পোস্টে কমেন্ট করছেন নেটিজেনরা।