অন্তরে মহানবী (দ.) ও আউলিয়ায়ে কেরামের ভালোবাসা ধারণ করতে হবে

আনজুমান ট্রাস্টের কনফারেন্সের ১০ম দিনে বক্তারা

| শনিবার , ৮ অক্টোবর, ২০২২ at ৬:২৪ পূর্বাহ্ণ

জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবীর (দ) ৫০ বছর উদ্‌যাপনের অংশ হিসেবে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় নগরীর আলমগীর খানকাহ শরীফে ১২ দিনব্যাপী রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের ১০ম দিনে গত বৃহস্পতিবার বক্তারা বলেছেন, প্রিয়নবী (দ.) ও আউলিয়ায়ে কেরামের প্রতি শর্তহীন ভালোবাসা ও আনুগত্যই ঈমানের মূল দাবি। তাঁদের প্রতি অকুণ্ঠ ভালোবাসা ও আনুগত্য ছাড়া কখনো পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না।
১০ম দিনের কনফারেন্সে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ারুল হক।
মুখ্য আলোচক ছিলেন ছোবহানিয়া আলিয়া মাদ্‌রাসার উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী। আলোচনা করেন সাদার্ন ইউনিভার্সিটির অধ্যাপক আল্লামা সৈয়দ জালাল উদ্দিন আযহারী, সাতকানিয়া ধর্মপুর দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা কাজী সৈয়দ মুহাম্মদ তাহসীন আহমদ নক্সবন্দী, আশেকানে আউলিয়া ফাযিল মাদ্‌রাসার সিনিয়র আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ ইউসুফ আলকাদেরী।
্লমাওলানা মুহাম্মদ জাবের ও মুহাম্মদ শাহাদাত হোসাইনের যৌথ সঞ্চালনায় কনফারেন্স প্রস্তুতি কমিটির সমন্বয়ক মনোয়ার হোসেন মুন্নাসহ আনজুমান ট্রাস্ট নেতৃবৃন্দ ও কেন্দ্রীয়-জেলা, মহানগর গাউসিয়া কমিটির কর্মকর্তাগণ কনফারেন্সে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআগামীর আন্দোলন সংগ্রামে যুবদল সামনে থেকে নেতৃত্ব দেবে
পরবর্তী নিবন্ধকোলাগাঁওয়ে সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে হুইপ সামশুল