যার লেখাতে মনে টানে প্রাণে তোলে ঢেউ,
নামটা তারই কী জানি যে চিনো নাকি কেউ?
যার লেখায় ছিল ভরা দুঃখ ব্যথার গানে,
লেখাতে ঠিক দেয় দোলা নেচে ওঠে প্রাণে।
সুরে সুরে গানে গানে অন্তরে তার ঠাঁই,
গর্জে উঠা কবিতা তার যার তুলনা নাই।
দুখু মিয়া নাম রটল জীবন ভরা দুঃখে,
কলমে তার ফুল ফুটল কাব্য কথার সুখে।
সঞ্চিতা বিষের বাঁশি বিদ্রোহী সেই লেখা,
ন্যায় নীতির আপোস হীনা এটি তারই শেখা।
মানবতার জয়গানই ধারণ করতো প্রাণে,
উঠল ফুটে লেখায় তার হাজার গানে গানে।
তাইতো তিনি প্রিয় হলেন অন্তরের বুলবুল,
আছে মিশে হৃদয় কোণে প্রেমের নজরুল।