অন্তরাল থেকে নৈবেদ্য!

শাহনাজ সিঁথি | বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৫৮ পূর্বাহ্ণ

চোখের আড়ালেই তুমি সুন্দরীতমা হয়ে বেড়ে উঠলে।

কখন যে এতোটা সবুজাভ হলে কেউ লক্ষ করেনি!

এক বৃষ্টিস্নাত ভোরবেলায় তোমার সতেজতা জানান দেয়

তুমি আছো আপন মহিমায়!- এ যেন ঠিক বুকের ভেতর

যত্নে থাকা এক টুকরো প্রেমময় বনানী।

প্রাণবন্ত সিক্ত অবয়ব তোমারকারও কাছে আগাছা;

ওপড়ে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলবে কেউবা!

প্রাণের টানে কারও কাছে তুমি ব্যালকনির শোভা;

তোমার পেলব পরশ সে জানে ক্ষণিকের

তবুও তোমায় সাজাবে প্রিয় ভেবে।

পরম মমতায় অপলক দৃষ্টি তোমার পানে!

কতো প্রেম অলক্ষে বেড়ে ওঠেজানা হয় না প্রেমিক হৃদয়ের!

সবুজসতেজ প্রাণ কত শত পথ পেরিয়ে শোভিত করে;

বলে উঠে, ‘আমিও জানি ভালোবাসতে ও ভালোবাসাতে।’

চোখ মেলে দেখো, কান পেতে শোন, হৃদয় দোলায় অনুরণন

করে ওঠে গুল্ম থেকে মহীরূহ

তারা সবাই একই ভালোবাসার ফসল;

প্রেমের ফল্‌গুধারা!- প্রয়োজন কেবল

প্রেম পূজারীর নৈবেদ্যের জন্য সাজানো অর্ঘ্য থালা!

পূর্ববর্তী নিবন্ধওয়াল্টার স্কট : কবি ও ঔপন্যাসিক
পরবর্তী নিবন্ধতোমার নখে বিষ ছিলো