চন্দনাইশ থানাধীন বৈলতলী এলাকায় ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী মো. আবু তৈয়বকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। সে চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের জাফরাবাদ এলাকার টুনু মিয়ার ছেলে।
গতকাল চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান এই রায় ঘোষণা করেন। এ সময় মো. আবু তৈয়ব কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক মো. আবু তৈয়বকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আদালতসূত্র জানায়, ২০১৭ সালের ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা স্ত্রী শাহীন আক্তারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মো. আবু তৈয়বের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, পারিবারিক বিরোধের জেরে শাহীন আক্তারকে হত্যা করা হয়। আদালতসূত্র জানায়, শাহীন হত্যা মামলায় স্বামী মো. আবু তৈয়বের বিরুদ্ধে ২০১৭ সালের ১৯ এপ্রিল চার্জশিট জমা দেয় পুলিশ। এরই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।