অনৈতিক স্বার্থে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না : সুজন

অপসারণে দুদিনের আল্টিমেটাম

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২০ at ৪:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশেনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেন, হীন ও অনৈতিক স্বার্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও ছবি ব্যবহার করছে নামসর্বস্ব কিছু ব্যক্তি ও সংগঠন। যারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপতৎপরতায় লিপ্ত। তারা জাতীয় দুশমন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এক কথা বলেন।
তিনি আরও বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, জাতীয় চার নেতা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের ছবি সম্বলিত পোস্টার কিংবা ব্যানারকে সন্ত্রাস এবং দখলদারিত্বের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এসব অপকর্ম থেকে বিরত থাকার জন্য দুদিনের আল্টিমেটাম দিয়ে চসিক প্রশাসক বলেছেন, এর মধ্যে যদি বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, জাতীয় চার নেতা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নাম ব্যবহার করে দেয়ালে সাঁটানো পোস্টার, ফেস্টুন এবং বিভিন্ন অফিস বা কার্যালয়ের নামে অবৈধ দখলদারিত্বে সাইনবোর্ড অপসারণ না করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিবৃতিতে তিনি বলেন, অসৎ উদ্দেশ্যে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ছবি ও নাম ব্যবহার আইনগতভাবে নিষিদ্ধ। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তির বিধানও রয়েছে। যারা এসব করছেন তারা সংযত না হলে উপযুক্ত শাস্তিই হলো এ থেকে পরিত্রাণের একমাত্র উপায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে একই পরিবারের ৩ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবেসরকারি খাতে সহযোগিতায় সমন্বিত পরিকল্পনার উদ্যোগ