অনেস্টের কার্যালয় এখন জামালখানে

| শনিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:২৫ পূর্বাহ্ণ

মানবিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘অনেস্ট’ এর নতুন কার্যালয় অনেস্ট সেন্টার জামালাখানস্থ সিপিডিএল ম্যাজেস্টা ভবনে গতকাল থেকে যাত্রা শুরু করেছে।
প্রায় ৪ হাজার স্কয়ার ফুটের এ সেন্টারে অনেস্টের নিয়মিত পণ্য সরবরাহ কার্যক্রম ছাড়াও এর সহযোগী প্রতিষ্ঠান ‘প্যারেন্টস লাউঞ্জ’ এবং উন্মুক্ত লাইব্রেরিও স্থানান্তরিত হয়েছে।
উল্লেখ্য, গত তিন বছর ধরে অনেস্ট বাজারমূল্যের চাইতে কম দামে বা বিনামূল্যে সারাদেশে নিম্ন বা মধ্যবিত্ত পরিবারের পণ্য সরবরাহ করে আসছে। বর্তমানে এর ক্রেতার সংখ্যা এক লক্ষ বিশ হাজার। প্রতিষ্ঠানটি অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই পণ্য সরবরাহ করে। নিয়মিত কার্যক্রম ছাড়াও এ সেন্টার থেকে বিনামূল্যে পণ্য সরবরাহ, ক্যাফে, কিডস কর্ণার ও ইয়োগা সেন্টার যুক্ত করা হয়েছে।
অনেস্টের উদ্যোক্তা প্রতিষ্ঠান পে ইট ফরোয়ার্ড এর নির্বাহী সভাপতি সাবেক সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আবদুল গফুর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার বিজয় বসাক এবং অনেস্টের প্রতিষ্ঠাতা কর কমিশনার ও কথা সাহিত্যিক বাদল সৈয়দ এ সময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিকনদণ্ডীতে সড়ক উদ্বোধন
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডার দরবারে চিকিৎসা সেবা কার্যক্রম চালু হচ্ছে আজ