অনেক সাংবাদিক তথ্য সম্পূর্ণ না জেনে লিখে দেয়: পররাষ্ট্রমন্ত্রী

| বুধবার , ৩০ নভেম্বর, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশে অনেক সাংবাদিকের মধ্যে ‘পরিপক্কতার অভাব’ রয়েছে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। নানা বক্তব্য নিয়ে সমালোচনার মুখে পড়া মোমেন গতকাল মঙ্গলবার এক সভায় বলেন, আমাদের অনেক সাংবাদিকের মধ্যে পরিপক্কতার অভাব আছে। তথ্য সম্পূর্ণ না জেনে লিখে দেয়।

সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় একথা বলেন তিনি। প্রয়াত জগলুলকে স্মরণ করে মোমেন বলেন, জগলুল সবসময় সঠিক তথ্যটা তুলে ধরত। ইদানিংকালে আমাদের যারা নতুন সাংবাদিক, তাদের জন্য জগলুলকে অধ্যয়ন করা দরকার। ২০১৪ সালের ২৯ নভেম্বর ঢাকার কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হন জগলুল আহমেদ চৌধুরী। তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন সাংবাদিকতায় জড়িত জগলুল আহমেদ চৌধূরী জীবনের শেষ সময় পার করেছেন কলামনিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক হিসাবে। খবর বিডিনিউজের।

সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরী স্মৃতি ট্রাস্ট আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীর ছেলে নাবিদ আহমেদ চৌধূরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া, বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হারুন হাবীব, ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন ও হবিগঞ্জের মেয়র শহীদ উদ্দিন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধমাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ইউসিবি
পরবর্তী নিবন্ধউন্নত দেশ গঠনে ডিপ্লোমা পেশাজীবীদের ভূমিকা সর্বাগ্রে