‘অনেক দূর আগাতে রাজি’ মালিকপক্ষ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি

| বৃহস্পতিবার , ২ নভেম্বর, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে যে প্রস্তাব মালিকপক্ষ থেকে দেওয়া হয়েছিল শুরুতে, সেখান থেকে তারা ‘অনেক দূর’ বাড়াতে রাজি; তবে নতুন কোনো অংক তারা বলেননি। আর মজুরি বোর্ডে শ্রমিক পক্ষের প্রতিনিধি বলছেন, অবাস্তব কোনো দাবি করলে যে হবে না, সেটা তারাও বোঝেন, তবে ‘ন্যায্য মজুরির’ জন্য তারা দর কষাকষি করে যাবেন। মালিক পক্ষ নতুন মজুরি প্রস্তাব না করায় পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ডের পঞ্চম সভা চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। নভেম্বরের মাঝামাঝি বোর্ডের পরের সভায় এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসার বিষয়ে আশার কথা বলেছে সব পক্ষই। খবর বিডিনিউজের।

পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গত কয়েক দিন ধরে মিরপুর, সাভার, গাজীপুর, আশুলিয়ার শিল্পাঞ্চলে বিক্ষোভ চলছে। একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে, ব্যাপক ভাঙচুরও চলেছে। এর মধ্যে বুধবার সরকার পক্ষ, মালিক পক্ষ ও শ্রমিক প্রতিনিধির উপস্থিতিতে নিম্নতম মজুরি বোর্ডের পঞ্চম সভা হয়। সভায় শ্রমিক পক্ষের দাবি ছিল, বেতনের গ্রেড সাতটি থেকে কমিয়ে পাঁচটি করতে হবে। এ বিষয়ে মালিকপক্ষ রাজি বলে জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে। তবে সভায় মালিক পক্ষ থেকে নতুন সুনির্দিষ্ট প্রস্তাব না আসায় বোর্ডের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়। পরে ষষ্ঠ বৈঠকে প্রস্তাব দেওয়ার কথা জানান মালিক পক্ষের প্রতিনিধি।

শ্রমিক প্রতিনিধি জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি জানান, তাদের প্রস্তাব ২০ হাজার ৩৯৩ টাকা নিম্নতম মজুরি। আর বোর্ডে বিজিএমইএর প্রতিনিধি সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, তারা ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা করার প্রস্তাব দিয়েছিলেন, সেখান থেকে বাড়াতে রাজি।

পূর্ববর্তী নিবন্ধলরির পেছনে সিএনজির ধাক্কা,যাত্রীর মৃত্যু
পরবর্তী নিবন্ধড্রেনে মিললো ৫ দিন ধরে নিখোঁজ শিশু রোহানের মরদেহ