আনোয়ারার তৈলারদ্বীপে শীতবস্ত্র বিতরণকালে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, সমাজের বিত্তবানরা কম সৌভাগ্যবান মানুষগুলোর দিকে একটু হাত বাড়ালেই সমাজ অনেক বেশি বাসযোগ্য হয়ে উঠবে। তিনি সমাজের সৌভাগ্যবান মানুষগুলোকে নিজেদের সামর্থ্য অনুযায়ী বিত্তহীনদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
গতকাল শনিবার বিকালে দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির পক্ষে তৈলারদ্বীপ জমিদার বজলুল করিম চৌধুরী বাড়ি প্রাঙ্গণে গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছিলেন। এম এ মালেক বলেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেক বেশি টাকার দরকার হয় না, দরকার হয় সুন্দর একটি মনের। চট্টগ্রামের দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির সদস্যরা সেই সুন্দর মন লালন করেন। এটিই তাদেরকে সমাজের দুস্থ মানুষদের পাশে এনে দাঁড় করিয়েছে। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি–৪ বাংলাদেশের প্রাক্তন গভর্নর কামরুন মালেক। তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোর যে আনন্দ তার কোনো তুলনা হয় না। আমাদের চারপাশের সুবিধাবঞ্চিত মানুষগুলোকে একটু স্বস্তি দেওয়ার জন্য স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসা উচিত। দুস্থদের মুখে হাসি ফোটালে সৃষ্টিকর্তা স্বয়ং সন্তুষ্ট হন। দান করলে কখনো সম্পদ কমে না, বাড়ে। তিনি চারপাশের দুস্থ মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির সহসভাপতি লায়ন ইঞ্জিনিয়ার এএম কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন সিরাজুল হক আনসারী, জয়েন্ট সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দিলীপ কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক লায়ন তাহের আহমেদ, কোষাধ্যক্ষ লায়ন মোহাম্মদ মোহসিন আলী, নির্বাহী সদস্য মহিউদ্দিন বাবুল, অধ্যাপক মোহাম্মদ আলী, লায়ন জাহাঙ্গীর মিয়া, আ ন ম ওয়াহিদ দুলাল, ফরিদ আহমেদ, আখতার কামাল চৌধুরী ও নওশেদ আলম চৌধুরী। স্থানীয় প্রায় তিনশ দরিদ্র নারী–পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।