অনেক কথা বলার ছিল, বলা হল না

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন। সে সংবাদ এরই মধ্যে সারাবিশ্বে পৌঁছে গেছে। গতকাল দুপুরের পর থেকে সারা দেশেই ছিল তাকে ঘিরে আলোচনা। কারণ এমন এক সময় তামিম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন যা কখনোই কারো কাছে প্রত্যাশিত ছিল না। বোধহয় খোদ তামিমের কাছেও। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। আর সে কঠিনেরেই যেন ভালবাসলেন তামিম। গতকাল জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে চোখের জলে বুক ভাসিয়ে তামিম বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। সাড়ে ১১ মিনিটের সংবাদ সম্মেলনের বেশিরভাগ সময় কেবলই কাঁদলেন। বিশেষ করে বাবার স্বপ্ন পূরণের কথা বলতে গিয়ে কাঁদলেন অঝোরে। হারিয়ে ফেললেন কথা বলার ভাষা। বারবার চেষ্টা করছিলেন নিজেকে নিয়ন্ত্রণ করার। কিন্তু আবেগ যেন নিয়ন্ত্রণহীন গাড়ির মতই ছুটছিল। তাই কথার চাইতে এদিন বেশি হল কান্নাই।

জিম্বাবুয়ের দারুন এক সবুজ চত্ত্বরে শুরু হয়েছিল তামিমের বর্ণিল ক্যারিয়ার। কিন্তু শেষটা হলো ইট পাথরে গড়া এক বদ্ধ ঘরে। যেখানে তামিম বলেছেন অনেক কথা। হাতড়ে বেড়ানোর চেষ্টা করেছেন নানা স্মৃতি। টেনে আনলেন বাবার স্বপ্ন পূরণের প্রসঙ্গ। টেনে আনলেন মরহুম চাচা আকবর খানকে। ধন্যবাদ জানালেন শৈশবের কোচ তপন দত্তকে।

গতকাল সকালেই টিম হোটেল ছেড়ে চলে যান কাজীর দেউড়ির নিজ বাসায়। সেখান থেকে গাড়িতে করে গেলেন সংবাদ সম্মেলনের জন্য নির্ধারিত হোটেলে। সংবাদ সম্মেলন কক্ষে বসার পরই নিজেকে শক্ত রাখার যে বৃথা চেষ্টা করছেন তা টিকল মাত্র অল্পক্ষণই। কথা বলার পর থেকে কোনো মতেই কান্না চেপে রাখতে পারছিলেন না তিনি। এরপর এক পর্যায়ে বললেন, আরও অনেক কিছু বলার আছে। অনেক কিছু বলতে চাই। তবে আপনারা যেমন দেখছেন আমি এখানে কথা বলতে পারছি না। তাই বাকি কথাগুলোও আর বলতে পারছি না।

তবে বলতে পারলে বোধয় ভালই হতো তামিম এবং দেশের ক্রিকেটের জন্য। ক্যারিয়ারের গত কয় বছরে ইনজুরির সঙ্গে যেমন লড়াই করছেন তেমনি লড়াই করতে হয়েছে অনাকাঙ্ক্ষিত সমালোচকদের সাথেও। যারা তামিমের জীবনটাকে বিষিয়ে তোলার চেষ্টা করছিলেন। সবশেষ গত বুধবার আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচটি খেলেছেন তামিম সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন খোদ বোর্ড সভাপতি। তামিম নিজেকে ম্যাচ খেলার জন্য ফিট বললেও কোনো কোনো জায়গায় লেখা হয়েছে পুরোপুরি ফিট না হলেও মাঠে নামছেন তামিম। আর সে সূত্র ধরেই তামিমের উপর ক্ষেপেছেন বোর্ড প্রধান। যদিও সেটাকেই তামিমের অবসর ঘোষণার প্রধান কারণ হিসেবে দেখতে চান না অনেকেই। এর ভেতরেও অনেক কারণ বা কথা রয়েছে। যে কথা হয়তো বলতে পারছেন না তামিম। হয়তো বলতে চাইছেনও না তিনি।

পূর্ববর্তী নিবন্ধতামিমের বিদায় ক্ষত সৃষ্টি করেছে গুরু তপন দত্তের মনেও
পরবর্তী নিবন্ধ১৫ হাজার রানের সরল রেখায় পড়ল ফুল স্টপ