চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ১৮৩টি কেন্দ্রের ফলাফলে ৭৪ হাজার ৬৯৪ ভোট পেয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী।
ধানের শীষ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৯ হাজার ৮৩১ ভোট। বাংলানিউজ
আজ বুধবার (২৭ জানুয়ারি) নগরীর জিমনেসিয়াম হলে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান।
ঘোষিত ১৮৩টি কেন্দ্রের ফলাফলে অন্যান্যদের মধ্যে আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মনজুর পেয়েছেন ১ হাজার ৩ ভোট, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম পেয়েছেন ৯৬৪ ভোট, মোমবাতি প্রতীক নিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন পেয়েছেন ৩৪১ ভোট, হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে খোকন চৌধুরী পেয়েছেন ১৮৮ ভোট ও চেয়ার প্রতীক নিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ পেয়েছেন ১৭৫ ভোট।