অনেক অবিচারের শিকার হয়েছি : বাঁধন

| রবিবার , ২৯ অক্টোবর, ২০২৩ at ৬:৫৫ পূর্বাহ্ণ

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের জন্মদিন ছিল গতকাল শনিবার। দেখতে দেখতে জীবনের ৩৯টি বসন্ত পার করছেন অভিনেত্রী। ৪০ বছরে এসে তিনি স্মরণ করলেন ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা কথা। যেখানে উঠে এসেছে সফলতা ও হতাশার গল্প। বিশেষ এদিনে ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, হ্যালো ওয়ার্ল্ড, জীবনের চতুর্থ দশক শুরু করলাম! সবচেয়ে সুন্দর নতুন দশক শুরু করি অনেক আশা, আনন্দ ও শান্তি নিয়ে। আগের দশকগুলো কেটেছিল দ্বিধায়, অন্যদের খুশি করার চেষ্টায় সময় নষ্ট করে! অনেক অবিচারের শিকার হয়েছি, ট্রমার মুখোমুখি হয়েছি। কিন্তু এই কষ্ট ও ভোগান্তিগুলো আমাকে বর্তমানের বাঁধন করে তুলেছে! জীবনে কোনো কিছু নিয়ে কোনো অনুশোচনা নেই বাঁধনের। খবর বাংলানিউজের। রেহানা মরিয়ম নূর’খ্যাত অভিনেত্রী লেখেন, আমি নিজের ওপরে বিশ্বাস রাখি, নিজেকে সম্মান করি এবং আমি এখন যা আছি, তার পুরোটাই জীবনের প্রতিটি অস্থিরতার মাঝ থেকে নিজেকে এখানে এনেছি। আমি বিশ্বাস করি, নিজেকে উন্নত করার সবচেয়ে ভালো উপায় হলো শেখা। জীবনে কিছু ভালো মানুষ পেয়েছেনউল্লেখ করে বাঁধন যোগ করেন, যাদের সঙ্গে আমি আমার পরিস্থিতিগুলো আলোচনা করতে পারি এবং সমাধানের উপায় বের করি। আর যারা তাদের মূল্যবান সময় নষ্ট করেছেন আমাকে উপদেশ এবং অভিশাপ দিয়ে, বিশ্বাস করুন এগুলো কখনোই কোনো কাজে লাগেনি। আপনার সময়, এনার্জি ও জীবনে কী করবেন, তার সিদ্ধান্ত পুরোটাই আপনার। এখানে আমি শুধু আমার জীবনের গল্প বলছি।

পূর্ববর্তী নিবন্ধ‘ব্যর্থ প্রেমের সফল নায়ক’ প্রসঙ্গে যা বললেন বাপ্পারাজ
পরবর্তী নিবন্ধবারানসিতে শুটিং শুরু শাকিবের ‘দরদ’ এর