চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে অধিষ্ঠিত হওয়ায় মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক ড. মুনতাসীর মামুনের সম্মানে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম, প্রজন্ম ৭১ চট্টগ্রাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও ইতিহাস সম্মিলনীর যৌথ উদ্যোগে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেলের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো. শহীদুল হক চৌধুরী ছৈয়দ, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, ড. রবিউল হাসান ভূঁইয়া, মোহাম্মদ সামসুল হক, মো. বেলাল হোসেন, প্রকৌশলী দেলোয়ার মজুমদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কাজের অনেক সুযোগ আছে। জিয়াউর রহমানকে নিয়ে আশির দশকে গবেষণা করা হয়েছে। অথচ বঙ্গবন্ধুকে নিয়ে কোনো বিশ্ববিদ্যালয় কোনো ধরনের প্রকল্প গ্রহণ করেনি, কাজও করেনি। এটা সত্যিই খুব দুঃখজনক। তাই বিশ্ববিদ্যালয়ে আরো বেশি বেশি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা দরকার। প্রেস বিজ্ঞপ্তি।