অনেকের বিদেশে থার্ড হোমও আছে : সংসদে মোকাব্বির

| সোমবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

ইংল্যান্ডে নিজের ‘সেকেন্ড হোম’ থাকার কথা জানিয়ে সংসদ সদস্য মোকাব্বির খান অভিযোগ করে বলেন, দেশের অর্থ লুটপাট করে বর্তমান ও সাবেক অনেক সংসদ সদস্য ছাড়াও আমলা, ব্যবসায়ী, রাজনীতিবিদরা বিদেশে শুধু সেকেন্ড হোম নয়থার্ড হোম তৈরি করেছেন। খবর বিডিনিউজের।

গতকাল রোববার জাতীয় সংসদে গণফোরামের এ সংসদ সদস্য বলেন, এ সেকেন্ড হোম নিয়ে কথা বললে দেখা যাবে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বক্তব্য দিচ্ছিলেন। তার ভাষ্য, এ সংসদের বর্তমান ও সাবেক সংসদ সদস্য, আমলা, ব্যবসায়ী, রাজনীতিবিদ তাদের অনেকেই বাংলাদেশের অর্থ লুটপাট করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে বেগমপাড়া, সেকেন্ড হোম, থার্ড হোম তৈরি করেছেন। এটা আমার কথা নয়, বিভিন্ন

গণমাধ্যমে এসেছে। এ সেকেন্ড হোম নিয়ে কথা বললে দেখা যাবে, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে। তখন প্রধানমন্ত্রী হয়ত বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাবেন, তাই সেদিকে যাব না।

পূর্ববর্তী নিবন্ধআসেন, প্রতিদ্বন্দ্বিতা করি
পরবর্তী নিবন্ধচালিয়ে দেখার কথা বলে মোটরসাইকেল নিয়ে চম্পট, পরে চাঁদা দাবি