অনূর্ধ্ব-২৩ দলের কোচ হতে পারেন মাসুদ পারভেজ কায়সার

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ১১:২৪ পূর্বাহ্ণ

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এএফসি অনূর্ধ্ব২৩ বাছাই টুর্নামেন্ট। এরজন্য বাংলাদেশ এখনো কোচ ঠিক করতে পারেনি। তবে দেশিদের মধ্যে থেকেই কাউকে কোচ করার সম্ভাবনা আছে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে সাবেক কৃতী ফুটবলার এবং এএফসি প্রো লাইসেন্সধারী মাসুদ পারভেজ কায়সারের বেশি সম্ভাবনা বলে অনেকে মনে করছেন। গতকাল ছিল জাতীয় দল কমিটির সভা। সভার অন্যতম এজেন্ডা থাকলেও বাফুফে অনূর্ধ্ব২৩ দলের কোচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফিফা উইন্ডো রয়েছে। ঐ সময় জাতীয় দলের স্পেনিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সিনিয়র দল নিয়ে ব্যস্ত থাকবেন। ফলে দেশি কেউ অথবা নতুন কোনো বিদেশি বিকল্প বাফুফের কাছে। এএফসি অনূর্ধ্ব২৩ দলের হেড কোচ হতে এএফসি প্রো লাইসেন্স প্রয়োজন।

দেশিদের মধ্যে এই সনদ রয়েছে মারুফুল হক, সাইফুল বারী টিটু, জুলফিকার মাহমুদ মিন্টু, মাসুদ পারভেজ কায়সার ও জাকারিয়া বাবুর। এই পাঁচ জনের মধ্যে দুইতিন জন অনূর্ধ্ব২৩ দলের দায়িত্ব নিতে ইচ্ছুক নন। তাই কোচ নিয়ে খানিকটা বিপাকেই পড়েছে বাফুফে। তবে ট্যাকনিক্যাল ডাইরেক্টর টিটু অথবা ফর্টিজের কায়সারের অনূর্ধ্ব২৩ দলের কোচ হওয়ার সম্ভাবনা বেশি। সাবেক ফুটবলার মাসুদ পারভেজ কায়সারের সম্ভাবনাই বেশি দেখছেন অনেকে।

এএফসি অনূর্ধ্ব২৩ টুর্নামেন্টের বাছাইয়ে এবার বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে। তাই আগস্টে একটি বা দু’টি অ্যাওয়ে ম্যাচ খেলানোর বিষয় গতকালের সভায় আলোচনা হয়েছে। অনূর্ধ্ব২৩ দলের ক্যাম্প দেশে ফর্টিজে অথবা বিদেশেও হতে পারে। এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় দল কিংবা অনূর্ধ্ব২৩ দলের জন্য বাফুফে বছরে কোটি টাকার উপর ব্যয় করে হোটেল খরচে। কয়েক মাসের মধ্যে ফর্টিজে ডরমেটরি ব্যবস্থা উন্নত হলে সেখানে জাতীয় দলের ক্যাম্প হওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। গতকাল জাতীয় দল কমিটির সভা ফর্টিজে অনুষ্ঠিত হয়েছে। ফর্টিজ এফসি’র স্বত্বাধীকারী শাহাদাত হোসেন জাতীয় দল কমিটির সদস্য। গতকালের সভায় একটাই মূলত প্রাপ্তি ফর্টিজের স্থাপনা জাতীয় দলে ব্যবহারের প্রতিশ্রুতি পাওয়া এবং জাতীয় ও অনূর্ধ্ব২৩ দলে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস। নেপাল ফুটবল ফেডারেশন ৬ ও ৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ ঘোষণা দিয়েছিল।

গতকাল বাফুফে আনুষ্ঠানিক সভা করলেও সেই ম্যাচ নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। দক্ষিণ এশিয়ার বাইরে একটি দেশ ইতিবাচক মনোভাব পোষণ করেছে। আগামী তিনচার দিন পর হামজাদের প্রীতি ম্যাচের বিষয়টি বাফুফে জানাবে। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে হেরেছিল। সেই ম্যাচ নিয়ে জাতীয় দল কমিটির সদস্য এক সাবেক তারকা ফুটবলার বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেছিলেন। কমিটির সদস্য ও জাতীয় দলের ম্যানেজার আমের খান কিছু বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন। কোচ না থাকায় অনেক বিষয়ে পূর্ণাঙ্গ উত্তর কিংবা ব্যাখ্যা পাওয়া যায়নি। বাফুফে সভাপতি তাবিত আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাফুফে নির্বাহী সদস্য ইকবাল হোসেন, সত্যজিত দাশ রুপি, আমিরুল ইসলাম বাবু, বাফুফে ন্যাশনাল টিমস কমিটির সদস্য মনজুর আলম মঞ্জু সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধউইম্বলডনের ফাইনালে সিনার-আলকারাস
পরবর্তী নিবন্ধ৫৭ মিনিটেই আনিসিমোভাকে হারিয়ে দিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়াটেক