দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলে শ্রেষ্টত্বের লড়াই অনূর্ধ্ব-১৯ সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে বেশ ভালই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। গতকাল শুক্রবার বাংলার মেয়েরা হারিয়ে দিয়েছে শক্তিশালী ভারতকে। ১-০ গোলে জিতেছে বাংলার মেয়েরা। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে এগিয়ে যায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে শেষ পর্যন্ত গোলটি আগলে রেখেই দারুণ জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গতকাল শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এবারের আসরে এ নিয়ে টানা দুই জয় পেল বাংলাদেশ নালী ফুটবল দল । সব মিলিয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট স্বাগতিক নারীদের। অফরদিকে তিন ম্যাচে প্রথম হারের তেতো স্বাদ পাওয়া ভারতের পয়েন্ট ৬। নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে জিতেছিল ৬-০ গোলের বিশাল ব্যবধানে। আগের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনে ভারতের বিপক্ষে ছক কষেন বাংলাদেশ দলেল কোচ ছোটন। আনুচিং মোগিনী, সাহেদা আক্তার রিপা ও আফিদা খন্দকারের বদলে নিলুফা ইয়াসমিন নীলা, শামসুন্নাহার জুনিয়র ও মার্জিয়াকে মাঠে নামান কোচ। শুরু থেকে আক্রমণ, পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ষষ্ঠ মিনিটে বঙে তহুরা খাতুনকে ফেলে দেন ডিফেন্ডার ক্রিতিনা দেবি। পেনাল্টি পায় বাংলাদেশ। শামসুন্নাহার সিনিয়রের স্পট কিকে বলের লাইনে ঝাঁপিয়ে পড়লেও নাগাল পাননি গোলরক্ষক। ৩৬ মিনিটে আঁখি খাতুনের প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিক নিচু হয়ে ছুঠছিল জালের দিকে। শেষ মুহূর্তে গোলরক্ষক আটকান। প্রথমার্ধে বেশ কয়েকবার বাংলাদেশের রক্ষণে হানা দিলেও সুবিধা করতে পারেনি ভারত। ৫৫ মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ নষ্ট হয় তাদের। বক্সের বাইরে থেকে আমিশা বাক্সলারের জোরালো শট গোলরক্ষক রুপনা চাকমা কোনোমতে ফেরান। ৫৭ মিনিটে ঋতুপর্না চাকমার কর্নারে আঁখি খাতুনের হেড ফেরান ভারত গোলরক্ষক। এরপর ভারতের সুমতি কুমারি দুটি সুযোগ নষ্ট করেন পোস্টের বাইরে মেরে। আগামীকাল রোববার নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।