অনূর্ধ্ব–১৮ জাতীয় বাস্কেটবলে বিকেএসপি চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার সকালে চিটাগাং ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিকেএসপি ৩০–১৫ পয়েন্টের ব্যবধানে রাজশাহী জেলা দলকে পরাজিত করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব লিমিটেড এর চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, শিল্পপতি মীর্জা সালমান ইস্পাহানী।
অনুষ্ঠানে ফেডারেশনের সহ–সভাপতি ইমতিয়াজ হাবিব রনি, বীর মুক্তিযোদ্ধা মইনুল আহসান মঞ্জু, মো. খায়রুল আলম ফরহাদ, মোস্তফা জাবেদ মহিউদ্দিন,সাধারণ সম্পাদক এ কে সরকার ,যুগ্ম সম্পাদক রঞ্জিত চন্দ্র দাস,রায়হান সিদ্দিকী প্রবাল, কোষাধ্যক্ষ ওয়াসিফ আলী, সদস্য জি এম হাসান সালউদ্দিন আহমেদ,আলী আজম, ফজল রায়হান ও সাবেক বাস্কেটবল খেলোয়াড় নওশের হাসান উপস্থিত ছিলেন ।












