বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা দলের চূড়ান্ত বাছাইয়ে উত্তীর্ণ অনূর্ধ্ব–১৮ ক্রিকেট খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে নির্বাচকরা। দলের খেলোয়াড়রা হলেন ঃ রুবায়েত খান আফ্রিদি, মাহির শাহরিয়ার প্রিয়ম, মোঃ তুহিন (ফরহাদ), সালমান বিন আজিজ সালভি, এস এম মাহিন বিল্লাহ, রানিম চৌধুরী সান্ত, ইয়াহিয়া মাহির সরকার (উইকেট কিপার), মেহেরাব খান, মোঃ মহিউদ্দিন সোহাগ, মোঃ ইহসানুল ইসলাম ফারহান, ইমরান হাসান সামি, মোঃ ইবরাহিম,রিদুয়ান ইসলাম হৃদয়, মোঃ ওমর ফারুক রাতুল।
দলের সাথে স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন মোঃ শহিদ আল মাহাদী, আরবাজ খান আলভী (উইকেট কিপার), মিশকাতুল ফেরদৌস ইলহাম, মুহতাসিম শাহরিয়ার সৌম্য। চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক জেলা ও বিভাগীয় দলের ক্রিকেটার রায়হান উদ্দিন আরাফাত। উল্লেখ্য আগামী ১০ ডিসেম্বর চাঁদপুর জেলা স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে চট্টগ্রাম জেলা দল টুর্নামেন্টে তাদের যাত্রা শুরু করবে।