বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত শেখ কামাল অনুর্ধ্ব–১৮ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে দেশের বিভিন্ন ভেন্যুতে। চট্টগ্রাম জেলা দল খেলছে কুমিল্লা ভেন্যুতে। এরই মধ্যে জয় দিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছে চট্টগ্রাম জেলা দল। টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা দল পরিচালনার জন্য সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চট্টগ্রাম জেলা কোচ শেখ মাহবুবুল করিম মিঠুকে দলের কোচ মনোনীত করা হয়েছে। এছাড়া আরেক সাবেক ক্রিকেটার শাহ পরান নিশানকে দলের ম্যানেজার মনোনীত করা হয়েছে। দু’জনের নেতৃত্বে চট্টগ্রাম জেলা দল ভাল পারফর্ম করবে তেমন আশা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে খাগড়াছড়ি জেলা দলের মুখোমুখি হবে চট্টগ্রাম জেলা দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রাম জেলা দল মুখোমুখি হবে বান্দরবান জেলা দলের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।