অনূর্ধ্ব–১৭ ছেলেদের বাংলাদেশ–শ্রীলংকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে। সফররত শ্রীলংকা দল আজ ৭ ডিসেম্বর সকাল ৯টায় সাগরিকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে। দু’দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ৯ ডিসেম্বর এবং তৃতীয় ওয়ানডে ম্যাচ ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ওয়ানডে সিরিজের ট্রফি উম্মোচন গতকাল শনিবার দুপুরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলের অধিনায়ক রাকিবুল হাসান এবং শ্রীলংকা অনূর্ধ্ব–১৭ দলের অধিনায়ক রেহান পেইরিস ট্রফি উম্মোচন অনুষ্ঠানে অংশ নেন।












