বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে চট্টগ্রাম জেলা দল। গত শনিবার নিজেদের প্রথম ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর মৌলভী বাজার জেলা দলকে ৩ রানে হারানোর পর গতকাল ফেনী জেলা দলকে ৪১ রানে পরাজিত করে চট্টগ্রাম জেলা দল। গতকাল হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৪৫ ওভারে পুনঃনির্ধারিত হয়। টসে জিতে চট্টগ্রাম প্রথমে ব্যাট করতে নামা চট্টগ্রাম জেলা দল ৪৩.২ ওভারে ১৬৬ রান সংগ্রহ করে অল আউট হয়। দলের পক্ষে এইচ এম তামিম সর্বোচ্চ ৫৬ রান করে। তার ৬১ বলের ইনিংসটিতে ৫টি চারের মার ছিল। এছাড়া ওপেনার মেহরাজ হাসান ৩০, এ এম সাহাফ ২৫ রান করেন। দলের বাকি কেই দুই অংকের ঘরে যেতে পারেনি। অতিরিক্ত থেকে যোগ হয় ২৫ রান। ফেনী জেলার সিফাজুল ইসলাম ২৪ রান দিয়ে ৪টি উইকেট দখল করে। রনি এবং মিনার নিয়েছে ২টি করে উইকেট। আশরাফুল ইসলাম এবং সাজ্জাদ হোসেন ১টি করে উইকেট লাভ করে। জবাব দিতে নেমে ফেনী জেলা দল চট্টগ্রামের রাদিয়ান এবং সৌম্যের বোলিং তোপের মুখে পড়ে সুবিধা করতে পারেনি মোটেও। ফলে ৪৪.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান করতে সক্ষম হয় ফেনী জেলা দল। দলের পক্ষে তারিকুল আহমেদ করে সর্বোচ্চ ২৫ রান, এছাড়া দুই অংকের ঘরে যেতে পেরেছে এম ইফতেখার ১৩ এবং সাফাতুল ইসলাম ২৪। অতিরিক্ত থেকে জমা হয় সর্বোচ্চ ২৭ রান। চট্টগ্রামের এ এইচ রাদিয়ান ৩১ রানে এবং এম এস সৌম্য ২০ রান দিয়ে ৪টি করে উইকেট তুলে নিয়ে ফেনী জেলা দলের পরাজয়কে ত্বরান্বিত করে। খালেদ ২টি উইকেট নিয়েছে ২১ রান খরচ করে। চট্টগ্রাম দলের এইচ এম তামিম ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন হবিগঞ্জ জেলা দলের কোচ মইনুদ্দিন তালুকদার সাচ্চু।