ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব-১৬ বালক-বালিকা দাবা প্রতিযোগিতা চট্টগ্রাম মহানগরের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে গত শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস যুগ্ম-সম্পাদক মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ ই.ইউ.এম ইনতেখাব। উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী স্কুলের ক্রীড়া শিক্ষক সপ্তর্ষি বড়ুয়া, মৈত্রী চাকমা, রোজিনা আকতার, ওমর ফারুক অনিক, মো. এহছানুল হক (হাসান) প্রমুখ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হয় যথাক্রমে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ ও প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এবং ৩য় স্থান লাভ করে পিআইএস চেস ক্লাব। টুর্নামেন্টের সমন্বয়কারী মো. আবদুল করিম অনুষ্ঠান সঞ্চালনা করেন।