বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলা অফিস আয়োজিত মহানগরের অনূর্ধ্ব-১৬ বালক-বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা গত ১৮ ডিসেম্বর প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৬ টি স্কুলের ১৪ জন বালিকাসহ মোট ২৯ জন প্রতিযোগী অংশ নেয়। চূড়ান্ত প্রতিযোগিতায় প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের জারিফ, রেইনবো গ্রামার স্কুলের সাবিহা ও প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের আনাস- আওসাফ জুটি এবং বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ের ফারাহ নওশিন-শারিকা জুটি চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিজেকেএস এর যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম। জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল সিনিয়র স্কুলের উপাধ্যক্ষ ই ইউএম ইনতেখাব। প্রতিযোগিতা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের ক্রীড়া শিক্ষক মো.আবদুল করিম।