অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে টানা তৃতীয় জয় চট্টগ্রামের

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে টানা তৃতীয় জয় পেয়েছে চট্টগ্রাম জেলা দল। গতকাল হবিগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম জেলা দল ৬ রানে হারিয়েছে মৌলভীবাজার জেলা দলকে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা চট্টগ্রাম জেলা দল ৪৪.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করে হামজা মাহমুদ। এছাড়া দুই অংকের ঘরে যেতে পেরেছে ২৮ রান করা আসিফ। মৌলভী বাজার জেলা দলের পক্ষে ৩টি উইকেট নিয়েছে ফাহাদ। ২টি উইকেট নিয়েছে রায়ান। জবাবে ব্যাট করতে নামা মৌলভীবাজার জেলা দল ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রায়ান ১৪, সুজেল ১৭, অভিজিত ২৫, রাকিব ১৬ এবং নাদিম করে ১২ রান। চট্টগ্রাম জেলা দলের পক্ষে ৩টি উইকেট নিয়েছে মুনতাসিম। ২টি উইকেট নিয়েছে আফ্‌ফান। চট্টগ্রাম জেলা দলের মোহাম্মদ আসিফ ম্যাচ সেরার পুরস্কার লাভ করে।

পূর্ববর্তী নিবন্ধসিরাজুল হক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধবোয়ালখালী শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সম্মেলন