বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৬ ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম ভেন্যুর খেলায় চাঁদপুর জেলা জয়লাভ করেছে। সাগরিকার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠ্বিত খেলায় চাঁদপুর ২১২ রানের বিশাল ব্যবধানে খাগড়াছড়িকে পরাজিত করে।
টসে জিতে চাঁদপুর প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান করে। মাহমুদুল হাসান ১০৪ রানে অপরাজিত থাকেন। খাগড়াছড়ির কাওসার ৪টি এবং নাজমুল মাহমুদ ৩টি উইকেট দখল করেন। জবাবে খাগড়াছড়ি ২৭ ওভার খেলে মাত্র ৩৩ রানে অলআউট হয়ে যায়। চাঁদপুরের সালমান জাহান ৫টি উইকেট পান।












