অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে শেষ টিম হিসেবে সেমিফাইনালে উঠেছে পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমি। গতকাল ৪র্থ কোয়ার্টার ফাইনাল খেলায় বাঁশখালী থ্রি স্টার ফুটবল একাডেমিকে ৩-১ গোলে পরাজিত করে পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমি। বিজয়ী দলের পক্ষে দুটি গোল করেন আবদুর রহিম। অপর গোলটি করেন মো. সোয়াদ। বাঁশখালী থ্রি স্টার ফুটবল একাডেমির পক্ষে একটি গোল শোধ করেন মো. রিদুয়ান। খেলায় ম্যান অব দ্য ম্যাচ মো. সোয়াদ এর হাতে পুরস্কার তুলে দেন কৃতী ফুটবল কোচ মো. মহসিন সাজু এবং মোহাম্মদ ফরিদ। প্রথম সেমিফাইনাল খেলা আগামী ১৯ নভেম্বর বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমি এবং আনোয়ারা ফুটবল একাডেমি।