অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবলে পটিয়া ও বড় উঠানের জয়

| মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৭:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ক্লাইম্বসিডিএফএ অনূর্ধ্ব১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে পটিয়া ফুটবল একাডেমি ও বড় উঠান ফুটবল একাডেমি। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের ১ম খেলায় পটিয়া ফুটবল একাডেমি টাইব্রেকারে রামপুরা ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময়ের এ খেলা ০০ গোলে ড্র থাকায় ফলাফল টাইব্রেকারে নির্ধারিত হয়। একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে বড়উঠান ফুটবল একাডেমি ৩০ গোলে বিহঙ্গ ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ১টি করে গোল করে মো. মহিউদ্দিন, ইমাম হোসেন ও মো. আবির। আজ ১৩ এবং আগামী ১৪ ও ১৫ জানুয়ারি টুর্নামেন্টের খেলাসমূহ বন্ধ থাকবে। ১৩ জানুয়ারির খেলা ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধরিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ বার্সার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শীতকালীন স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়ার উদ্বোধন