চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ক্লাইম্ব–সিডিএফএ অনূর্ধ্ব–১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে হাটহাজারী ফুটবল একাডেমি। গতকাল রোববার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় হাটহাজারী ফুটবল একাডেমি ২–১ গোলে পশ্চিম ডলু ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে কাজী নুর মারকাজ একাই গোল ২টি করে। বিজিত দলের গোলদাতা ইমতিয়াজ উদ্দিন আবির। আজ ১২ জানুয়ারি, সোমবার টুর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে খেলবে রামপুরা ফুটবল একাডেমি বনাম পটিয়া ফুটবল একাডেমি (সকাল ৯.৩০টা),বিহঙ্গ ফুটবল একাডেমি বনাম বড়উঠান ফুটবল একাডেমি (সকাল ১১টা)। দুটি খেলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।












