অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবলে হাটহাজারীর জয়

| সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৬:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ক্লাইম্বসিডিএফএ অনূর্ধ্ব১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে হাটহাজারী ফুটবল একাডেমি। গতকাল রোববার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় হাটহাজারী ফুটবল একাডেমি ২১ গোলে পশ্চিম ডলু ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে কাজী নুর মারকাজ একাই গোল ২টি করে। বিজিত দলের গোলদাতা ইমতিয়াজ উদ্দিন আবির। আজ ১২ জানুয়ারি, সোমবার টুর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে খেলবে রামপুরা ফুটবল একাডেমি বনাম পটিয়া ফুটবল একাডেমি (সকাল ৯.৩০টা),বিহঙ্গ ফুটবল একাডেমি বনাম বড়উঠান ফুটবল একাডেমি (সকাল ১১টা)। দুটি খেলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধফুটন্ত ফুল ডবলমুরিং জোনের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে সিসিএ’র শুভসূচনা